হরতাল অবরোধ দিয়ে দেশের উন্নয়ন ঠেকানো যাবে না ———- শিক্ষামন্ত্রী

55

Education Minister Pic (8.1.15)-2শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ থেকে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন জাল যার জল তার। যারা এই পেশায় জড়িত রয়েছে তারা শুধু জলমহাল লিজ পাবে। অন্য কাউকে আর জলমহাল লিজ দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মৎস্যজীবীদের মধ্যে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী বলেন মৎসজীবীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর মৎস্যজীবীদের জন্য যে নীতি প্রণয়ন করেছিলেন সেই নীতির আলোকে বর্তমান সরকার মৎস্যজীবীদের অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন হরতাল অবরোধ দিয়ে কোন শক্তি দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না। হরতাল অবরোধের মধ্যে দেশের সাড়ে ৪কোটি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই পৌছে দেয়া হয়েছে। বিএনপির আন্দোলনে দেশের জনগণের সস্পৃক্ততা নেই। জনগণ আওয়ামীলীগ সরকারের সাথে আছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অবঃ) আলতাফুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, মৎস্যজীবী প্রতিনিধি ইসমাইল আলী মেম্বার, নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আড়াই হাজার মৎস্যজীবীদের মধ্যে কার্ড বিতরণ করেন, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত এমন ৯জন রোগীর প্রতিজনকে ৫০হাজার টাকা করে সাড়ে চার লক্ষ টাকার চেক বিতরণ, ভাল ফলাফল করায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা করে তিন লক্ষ টাকার চেক বিতরণ করেন।
মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌরিন করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান এম এ ছালিক, সহ সভাপতি ডাঃ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদর উলা চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, এডভোকেট আব্বাছ  উদ্দিন, লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শফিকুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কাদির, আমিনুল ইসলাম রাবেল, সেলিম উদ্দিন মেম্বার, আব্দুল খালিক, তাহের উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, এমদাদ রহমান, রুমেল সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, সাবেক যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সুমন আহমদ, জামাল আহমদ, আব্দুস সুবহান, দিদারুল আলম প্রমুখ।
দুপুরে শিক্ষামন্ত্রী সুনামপুর-চন্দরপুর সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বিকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল আছিরখাল রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, রাকুয়ার বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোল্লারচক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, কালাইম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, বাগলা ১ সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, রাকুয়ারবাজার গ্রোথ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাগলা উত্তরপাড়া, মিরেরচক, মাইজ পাড়া উমর পুর, গোলাপনগর, আনন্দপুর গ্রাম বিদ্যুতায়ন করেন। সন্ধ্যায় বাগলাবাজার জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।