সংবাদ সম্মেলনে সিটির ১৩ কাউন্সিলর ॥ শহীদ মিনারে হামলাকারী কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়র মেনে নেয়া হবে না

33

shahin-pic-08-01-15 (11)স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের ১৩ জন কাউন্সিলর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান কাউন্সিলরবৃন্দ। তারা অভিযোগ করেন, কয়েস লোদীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী। যে অভিযোগে আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে, সেই একই অভিযোগে কয়েস লোদীও অভিযুক্ত। অথচ তাকে পুরস্কৃত করা হচ্ছে। ক্ষমতাসীন দলের ইশারায় তাকে ভারপ্রাপ্ত মেয়র বানিয়ে সিসিকে অনিয়ম-অশান্তি তৈরির ফন্দি করা হচ্ছে।
সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ‘ক্ষমতাসীন দলের কিছু নেতার ইন্ধনে মেয়র আরিফুল হককে কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। সেই অশুভ শক্তিই কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নগর ভবনকে অশান্ত করছে চাইছে।’
সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। সেই শহীদ মিনারে যারা আঘাত হেনেছে-তাদের মধ্য থেকে কাউকে প্যানেল মেয়র করা হলে আমরা তা মেনে নেব না। ’
কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, ‘কয়েস লোদী যাতে পুরস্কৃত না হয়-সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।’
জানতে চাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) এনামুল হাবিব বলেন, ‘মেয়র আরিফকে বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন এসেছে। সেই প্রজ্ঞাপনেই প্যানেল মেয়র-১ কে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। তবে প্যানেল মেয়র -১ কে তার নাম বলা হয়নি।’
অভিযোগ অস্বীকার করে সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর বলেন, আমি প্যানেল মেয়র-১। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। সংবাদ সম্মেলন করার অধিকার তাদের আছে। স্থানীয় সরকার যে সিদ্ধান্ত নিবে, আমি সেটাতেই আছি। আর ক্ষমতাসীন দলের সাথে আমার সম্পৃক্ততা থাকলে আমাকে শহীদ মিনারে হামলা মামলায় অভিযুক্ত করা হতো না।