স্টাফ রিপোর্টার :
ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ দক্ষিণ সুরমার রাস্তা অবরোধ ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে সিলেট বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দায় সারাভাবে পালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর আলিয়া মাঠের পাশে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। সকাল ১০ টায় জল্লারপার রোড থেকে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজার রাজা ম্যানশনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে যাওয়ার সময় জল্লারপার পয়েন্টে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রদল কর্মীরা। একই সময় নগরীর মেডিকেল রোড এলাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলের বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন জনগণের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। এদিকে, দক্ষিণ সুরমার চন্ডিপুলে বেলা ১২ টার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল কর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পুলিশ আসলে তারা কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে পালিয়ে যায়।
অপরদিকে, সকাল থেকেই সিলেট নগরী স্বাভাবিক। হালকা যানবাহন চলছে। দোকানপাট খোলা ছিল। তবে সিলেট নগরীতে লোকজনের উপস্থিতি ছিল তুলনামূলক কম। নগরীর মোড়ে মোড়ে ছিল পুলিশ মোতায়েন। মাঝে মধ্যে ছাত্রদল কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে চোরাগুপ্তা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবহন মালিক-শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক বলেন, অবরোধ-হরতালে বাস সড়কে নামছে না। কারণ, পিকেটাররা গাড়ি ভাংচুর করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঝটিকা মিছিল করছে ছাত্রদল। তবে তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে সিলেট মহানগর বিএনপি।