বাংলা ভাষা

29

রমজান আলী রনি

বাংলা ভাষায় মিটে আশা
বাংলায় দেখি স্বপন
মায়ের কোলের শিশুর ভাষা
বাংলায় অংকুর বপন।

রাখাল ছেলে বাংলায় বলে
গানের কলির ছন্দ
বাংলা আমার প্রাণের চাওয়া
বাংলায় আমি অন্ধ।

হাজার যুগের শ্রেষ্ঠ জাতি
বাংলায় যুদ্ধ করি
শত জাতি পিছন ফেলে
ভাষার ইতিহাস গড়ি।

মায়ের মুখের ভাষার জন্য
নিবেদিত প্রাণ
পতাকার ঐ রক্তিম শাখে
ছড়ায় বীরের ঘ্রাণ।