দিরাইয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভুয়া কর্মকর্তা আটক

43

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা পরিচয়ে মহিলাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেয়ার প্রাক্কালে অসীম দাস অপু (২০) নামে এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, উক্ত যুবক একটি বাড়ি একটি খামার প্রকল্পে অন্তর্ভূক্ত করার কথা বলে এলাকার বেশ কয়েকজন দুস্থ মহিলার কাছ থেকে বিভিন্ন রেটে অর্থ হাতিয়ে নেয়। টাকা গ্রহণকালে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সাগর প্রতারিত মহিলাদের কাছ থেকে বিস্তারিত জেনে তাকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। সেখানে জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে না পারায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় বিআরডিবি কার্যালয়ে কর্মরত একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রিয়ব্রত রায় ঘটনাস্থলে পৌছে আটক ব্যক্তিকে ভুয়া কর্মকর্তা হিসেবে শনাক্ত করে বিকাল ৬টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। ইউএনও মোঃ আলতাফ হোসেন মোবাইল কোর্টের আওতায় তাকে ২শত টাকা জরিমানা ও লিখিত অঙ্গীকারনামা দিয়ে একজন ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেন। দন্ডপ্রাপ্ত অপু জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অনাথ বন্ধু দাসের পুত্র বলে জানা যায়। অভিযোগকারীরা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য বেকার ও হতদরিদ্র যুবক হওয়ায় এবং জনপ্রতিনিধি ও শিক্ষক অভিভাবকদের অনুরোধে তাকে লঘুদন্ড দেয়ায় আমরা আদালতের বিচারে সন্তুষ্ট।