রাকিবুল হাসান রাকিব
১৫ আগষ্ট মানেই বাঙালির জন্য নেমে আসা কালো পতাকা।
বঙ্গবন্ধুর দেহ থেকে কামানের গোলায় রক্তঝরা।।
১৫ আগষ্ট মানেই বাঙালির জাতির চিহ্ন শূন্য করা।
বঙ্গবন্ধুর মতো আরো কত মহান মানবের হত্যা করা।।
১৫ আগষ্ট মানেই শোকের জন্য আর্তনাদ করা।
বাঙালি জাতির জন্য এক সাগর বিরহ বয়ে আনা।।
১৫ আগষ্ট মানেই লাশের গন্ধ ভেসে আসা।
বাঙালির মনে কাঁন্নার স্রোত বয়ে যাওয়া।।
১৫ আগষ্ট মানেই লাল-সবুজের পতাকা।
তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আসে কাঁন্না।।
১৫ আগষ্ট মানেই আগষ্ট শ্রাবণের ধারা।
বঙ্গবন্ধুর রক্ত রঞ্জিত বাঙালি সাগরে ভাসা।।
১৫ আগষ্ট মানেই বাঙালি ধিক্কার জানা।
ঘাতকের জন্য সারাজীবন নিন্দা জানা।।
১৫ আগষ্ট মানেই ১৯৭৫, ১৫ আগষ্টের কথা।
এইদিনে কালো পতাকায় শোক দিবস পালন করা।।