সেলিম আহমদ কাওছার :
ইফতারিটা হলো মোদের পূর্বকালীন স্মৃতি
সারা বিশ্বে সুনাম ইহা সিলেটবাসীর খ্যাতি।
কতো শত বছর ধরে সুনাম খ্যাতি করে
চলছিল ভাই এমন রীতি মোদের ঘরে ঘরে।
কোন সে মানুষ দিচ্ছে এখন কলহের পথ খুলে
এমনটা তো ছিলোনা ভাই রীতির সকালে।
আনন্দ আর উদ্দীপনায় চল্ল এতো কাল
নতুন করে কেন তবে বাধলো রে ভেজাল!
আসলে ভাই ইফতারিটা মন্দ রীতি নয়
মন্দ লোকের স্বভাব দোষেই সমাজ নষ্ট হয়।
ভালোটাকে মন্দ বলে করলে পরিচয়
সমাজ তবে ধ্বংস হবেই মন্দের হবে জয়।
রুখতে হবে মন্দ লোকের আছে যত নীতি
সমাজ থেকে হবে-ই তবে মন্দ লোকের ইতি।