এম.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলছেন, কাজে কর্মে সাফল্য অর্জনের মাধ্যমে প্রত্যেককে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সর্বক্ষেত্রে আমাদের প্রসংশনীয় ভূমিকা পালন করতে হবে। ভালো উদ্যোগ গ্রহণের মাধ্যমে মাদকসেবী সহ বিপথগামীদের আলোরপথ পদর্শন করানো সম্ভব। আদর্শের পথ অনুসরণ করে মাদকমুক্ত জীবন গড়ে তুলতে হবে। গতকাল এমসি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত (স্ক্যামকা)’র সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আতাউর রহমান এর সভাপতিত্বে স্টুডেন্ট কেয়ার এন্ড মেরিট কম্পিটিশন এসোসিয়েশন (স্ক্যামকা)র উদ্যোগে “আদর্শের পথে চলি, মাদক মুক্তি জীবন গড়ি‘ শীর্ষক আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমেদ। রাষ্ট্র বিজ্ঞান ২য় বর্ষ (সম্মান)’র শিক্ষার্থী শাহনাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক শামস উদ্দিন, সহযোগী অধ্যাপক কে এম আলমগীর, সহকারী অধ্যাপক হালিমা খানম, সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক প্রতাপ চন্দ্র চৌধুরী, সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন, প্রভাষক মৌসুমী আফরোজ, সুয়েব আহমদ খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্ট কেয়ার এন্ড মেরিট কম্পিটিশন এসোসিয়েশন (স্ক্যামকা) এর সভাপতি গোলাম জীলানী সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল প্রমুখ। বিজ্ঞপ্তি