বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

10

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গতকাল ৪ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আলা, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেকার চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, ইউসিও মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উর্মিতা দত্ত, ডাঃ তানিয়া ফেরদৌসী, সহকারী শিক্ষা কর্মকর্তা মুসলিমা বেগম, উপজেলা আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাঃ শিউলী বেগম, খাদ্য পরিদর্শক আব্দুল হান্নান কামাল, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, হিসাব রক্ষণ অফিসের সুপারিনটেনডেন্ট এনামুল হাসান হীরু, পল্লী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, তৈয়ব আলী ও আজমান আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম সঞ্জয় ভৌমিক, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইশফাক চেধুরী, কামালবাজার ইউপি প্রশাসক তন্ময় আধিত্য, তেতলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া, মডেল কেয়ারটেকার মঈনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহ সভাপতি মাহবুব আহমদ।
সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি