ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, দুনিয়া জুড়ে আজ নৈতিক সামাজিক অবক্ষয় চলছে। অধ:পতন ঘটছে যুব সমাজের। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি কোথাও আজ নৈতিকতার বালাই নেই। বিশ্বব্যাপী এ অবক্ষয়ের হাত থেকে মুক্ত হতে হলে মানবসমাজকে রাসূলের আদর্শের দিকে অবশ্যই ফিরে আসতে হবে। কেননা মহানবী (সা.) এর আদর্শ বাস্তবায়ন ছাড়া মানুষের মুক্তির কোন পথ নেই। গতকাল শনিবার বাদ জোহর সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আয়োজিত “মহানবী সা. আদর্শ ও আজকের প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাসিক স্বপ্নঘুড়ি সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দানকালে সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন মহানবী সা. গঠিত হিলফুল ফুজুল যুব সমাজের জন্য এক অনুপম উদাহরণ। তিনি বলেন ,আজকের অশান্ত বিশ্বকে শান্তির অমীয় সুধায় প্লাবিত করতে হলে যুব সমাজকে মহানবী (সা:) এর আদর্শ গ্রহণ করতে হবে। তিনি স্বপ্নঘুড়ি সদস্যদের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভার প্রথম পর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন আসর সদস্য সাইফুল ইসলাম জলিল, নাতে রাসূল (সা.) পেশ করেন লিটন আহমদ জুম্মান, রাসূল (সা.) নিবেদিত কবিতা পাঠ করেন স্বপ্নঘুড়ি সিলেট জেলা আসরের সভাপতি এস এম দিলওয়ার হাসান রাসেল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নঘুড়ি সাংস্কৃতিক ফোরাম সভাপতি মোহাম্মদ শাবাজ মিয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গোয়াইনঘাট সম্পাদক মুহাম্মদ আবদুর রহিম, মাসিক জগন্নাথপুর সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, আশার আলো কোচিং সেন্টারের পরিচালক আহমদ মাসুম, হলিসিটি কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, স্বপ্নঘুড়ি আসরের উপদেষ্টা মাওলানা দেলওয়ার হুসাইন, ডা. মোহাম্মদ জায়েদ হোসেন, আ. খ. ম লোকমান, ইফতেখার হোসেন সাম্মিন, সিদ্দিকুর রহমান, সিলেটের ধ্বনি সম্পাদক সুলায়মান আহমদ হুজাইফা, স্বপ্নঘুড়ি পাঠক ফোরাম সেক্রেটারী মুহাম্মদ আবু নাঈম, আসর সদস্য নোমান সাদী, মাহবুব আবেদীন মোহন, সাইফুল ইসলাম, কাজী যোবায়ের আহমদ, সুলতান আহমদ, মোহাম্মদ মিনহাজ আহমদ, ছিদরাতুল ইসলাম চৌধুরী, মিসবাহ আহমদ জয়, ইনতিসার মুহাম্মদ মুবতাসিম খান, মোহাম্মদ শামসুজ্জামান সাজু, শাহরিয়া নাজিম প্রমুখ। বিজ্ঞপ্তি