কলেজ ছাত্র সোহান হত্যা মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

72

সিলেটে কলেজ ছাত্র সোহান হত্যাকান্ডের বিচার চেয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেনছেন তার মা সাবেক সিটি কাউন্সিলর শাহানা বেগম শানু। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ আবেদন প্রেরণ করেন তিনি। শানু জানান, তার পুত্র মদনমোহন কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সোহান ইসলামকে দিবালোকে পুলিশ ফাঁড়ির  সামনে খুন করে সন্ত্রাসী গুলজার ও তার সশস্ত্র বাহিনী। এ ঘটনায় তিনি মামলা করছে গুলজার ওতার সহযোগীরা সন্ত্রাসী কামালকে হত্যা করে এর দায় সোহানের পরিবারের উপর চাপিয়ে দেয়। পরে সুযোগে খুনীরা সোহাপন হত্যা মামলা থেকে অব্যাহতি নেয়। ফলে তিনি তার পুত্র হত্যার বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আবেদনে শাহানা বেগম শানু তার পুত্র সোহান হত্যা মামলার উচ্চ পর্যায়ের পুনঃতদন্ত দাবি করে কামাল হত্যাকান্ডের ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাদের অব্যাহতি দানের আকুতি জানান। শানুর দাবি ছাত্রলীগ নেতা ঝুটন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও স্কুলছাত্র লিটন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী কামালকে পরিকল্পিতভাবে হত্যা করে সোহানের খুনী গুলজার ও তার সহযোগীরা।  পরে তারা কামালের স্ত্রী হ্যাপি বেগমকে ম্যানেজ করে এ মামলার দায়ভার নিহত সোহানের মা-বাবা ও স্বজনদের উপর চাপিয়ে দেয়। আবেদনে তিনি কামাল হত্যার প্রকৃত রহস্য উদঘাটনসহ তার পরিবারের সার্বিক নিরাপত্তা কামনা করেন। আবেদনের অনুলিপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকার ও প্রশাসনের বিইভন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি