সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ভবনের তৃতীয় তলার সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। এর আগে বুধবার গভীর রাতে তাকে হবিগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কারান্তরীণ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়লে বুধবার রাত ১০টার দিকে কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধার সন্ধ্যার পর থেকে মেয়র আরিফ আকস্মিক বুকে ব্যথা অনুভব করেন। এ জন্য প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মেয়রের অসুস্থতার খবরে তার পরিবারের সদস্যরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তার বয়ো:বৃদ্ধ মা ছেলের অসুস্থতার খবর শুনে অঝোর ধারায় কাঁদছেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চতুর্থ দফার সম্পূরক চার্জশিটে মেয়র আরিফের নাম আসায় ৩০ ডিসেম্বর মঙ্গলবার হবিগঞ্জ আদালতে তিনি আত্মসমর্পণ করেন আরিফুল হক চৌধুরী। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। (খবর সংবাদদাতার)