গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বিয়ানীবাজারের দুবাগ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট-থ ১২-৪৬৫০ একটি সিএনজি অটোরিক্সা ও সিলেট থেকে ছেড়ে আসা সিলেট-ব ১১-০০১৭ জকিগঞ্জগামী একটি বাস গোলাপগঞ্জ পৌর সদরের দাড়িপাতন নামক স্থানে পৌছা মাত্র অন্য একটি বাসকে অভারটেক করতে গিয়ে ঐ সিএনজির মুখামুখি সংঘর্ষ ঘটে। এ সময় এসআই ফাত্তাহ একদল পুলিশ নিয়ে স্থানীয়দের সহযোগিতায় সিএনজি ড্রাইভারসহ যাত্রীদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুমূর্ষু অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওসমানীতে মেডিকেলে পৌছা মাত্র দুইজনের মৃত্যু হয়। অপর চারজনের আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি করা হয়। নিহতরা হলেন বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউপির আখাখাজনা গ্রামের ফয়জুর রহমান (৪৫)ও তার স্ত্রী ছুরতুন নেছা (৪০), সাহেল আহমদের পুত্র ছাদি আহমদ (২৫)। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিএনজি ড্রাইভার একই উপজেলার দুবাগ ইউপির সাদিপুর গ্রামের নুরুজ আলীর পুত্র ছাদিক আহমদ (২২), বিয়ানীবাজার থানার দুবাগ ইউপির সেওলা গ্রামের আব্দুর রহিমের পুত্র আমির উদ্দিন (৩০), একই এলাকার আমির উদ্দিনের স্ত্রী শেফা বেগম। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থাল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়েছে।