পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মিলাদুন্নবী (সা.) র্যালী বাস্তবায়ন কমিটি সিলেট আগামীকাল ৩ জানুয়ারী শনিবার সিলেট নগরীতে মোবারক র্যালী বের করবে। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১১টায় জমায়েত হয়ে র্যালী পূর্ববর্তী আলোচনা সভার পর বাদ জোহর র্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র্যালী সফল করতে ইতোমধ্যে সপ্তাহ ব্যাপী দাওয়াতী কর্মসূচী সম্পন্ন হয়েছে এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র্যালী বাস্তবায়ন কমিটি। এর অংশ হিসেবে গত বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটের বালাগঞ্জ ও উসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাবসেবী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময়ে মিলিত হন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, র্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মোস্তফা হাসান গীলমান, সদস্য সচিব হুমায়ুনুর রহমান লেখন, সিলেট পশ্চিম জেলা সভাপতি সোহাইল আহমদ তালুকদার, সহ-সভাপতি তৌরিছ আলী ও সিলেট মহানগরী সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন। এদিকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বুধবার সিলেট নগরীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহা. শরীফ উদ্দিন, সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গণি, মহানগরী সহ-সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান, পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শুভ, পূর্ব জেলা অফিস সম্পাদক আবুল কাশেম ও সহ-অফিস সম্পাদক আমির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি