ইমাম সমিতির সেমিনারে বক্তারা ॥ মুসলমানের অনৈক্যের কারণে তাগুতি শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে

46

DSC_2031পবিত্র কোরআনে মুসলমানের ঐক্যের তাগিদ বারবার দেয়া হয়েছে। ঐক্যবদ্ধ ভাবে নামাজ পড়া থেকে মুসলিম ঐক্যের সূচনা হয়েছে। সাপ্তাহিক জুম্মা আর নামাজের মাধ্যমে সপ্তাহিক মুসলিম ঐক্যের নিদর্শন ফুটে উঠে। ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া গুরুত্বপূর্ণ কোন কাজ মন্জিলে মকসুদে পৌঁছায় না। যে জাতি যত ঐক্যের পরিচয় দিয়েছে পৃথিবীতে তারা সফলতার শিখরে পৌঁছেছে। মুসলমান জাতি আরব ভূখন্ডপেরিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল ঐক্যবদ্ধ ঈমানি চেতনায়। স্পেন বিজয়ী হযরত তারেক বিন জিয়াদ (রাঃ) স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করে জ্ঞান বিজ্ঞানের তীর্তস্থানে পরিনত করছিলেন। মুসলমানদের মধ্যে কিভাবে অন্ত:কলহ সৃষ্টি করা যায় সে ব্যাপারে কুচক্রি মহল সবর্দা তাদের মিশন অব্যাহত রেখেছে। পর্যায় ক্রমে তারা সফল হয়েছে। আজ বিশ্বে যেখানেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেখানেই ইয়াহুদী নাসারাদের ষড়যন্ত্র এগিয়ে আসে। মুসলমান আজ আকাঈদ, ফেকাহ, মাসলাক, দর্শন ও বিভিন্ন মতাদশ নিয়ে শতদা বিভক্ত মূলত তার পিছনে পাশ্চাত্যের ইন্দন। মুসলমান কোরআন সুন্নাহ পরিত্যাগ করার কারনে আজ সারাবিশ্বে নির্যাতিত নিপিড়িত। এহেন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতে হলে উদার মন নিয়ে শীর্ষ উলামায়ে কেরাম একই মঞ্চে বসতে হবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল সিটি কর্পোরেশন হলে মুসলিম উম্মাহর অনৈক্যের কারণ ও উত্তরনের উপায় শীর্ষক সেমিনারে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড মেম্বার শায়খুল হাদিস মাওলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী, বিশেষ মেহমান ছিলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইয়াসিন হুছাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লন্ডন সিটি মসজিদের খতিব মাওলানা আব্দুর রব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা হাবীব আহমদ শিহাব। আলোচনায় অংশগ্রহণ করেন মাওঃ ওয়ারিছ উদ্দিন, মাওঃ আব্দুল মালিক, মাওঃ জামাল উদ্দিন, মাওঃ কাওসার আহমদ, মাওঃ আব্দুল মুকিত, হাঃ মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ  জালাল উদ্দিন ভূঁইয়া, মাওঃ আং করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন হাঃ ফয়সল আহমদ, অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিজ্ঞপ্তি