অভি দে শিবা
লাল সবুজের বাংলাদেশে
ছয়টি ঋতু আসে,
গ্রীষ্মকালে খাঁ-খাঁ রোদে
দুখে হৃদয় ভাসে!
বর্ষা এলে হৃদয় মাঝে
জাগে খুশির দোলা,
মায়ায় ভরা সোনার দেশটি
যাবে নাকো ভোলা!
শরৎ মানে কাশের বনে
অলির আনাগোনা,
শরৎ এলে শারদীয়ার
বাদ্য যায়-যে শোনা!
হেমন্ত-কাল মন বেসামাল
আলোছায়া মিলে,
শীতের আবাস গায়ে লাগলে
ভয়-টা জাগে দিলে!
বসন্তে মন মাতোয়ারা
কোকিল ডাকে গাছে,
ষড়ঋতুর এই বাংলাদেশে
আমার প্রাণটা নাচে!