জৈন্তাপুরে একটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

38

কিশোরী কর্মসূচীর আওতায় জৈন্তাপুর উপজেলা একটি গ্রামকে এই প্রথম বারের মত বাল্য বিবহ মুক্ত গ্রাম ঘোষণা করলের জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান।
বেসরকারী উন্নয়ন সংস্থা সি.এম.ই.এস’র উদ্যোগে জৈন্তাপুর উপজেলার একমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন ও প্রত্যন্ত ইউনিয়ন চারিকাটা এলাকায় দীর্ঘ ১ বৎসর থেকে অত্র এলাকার শিক্ষা থেকে ঝরে পড়া কিশোর কিশোরীদের মৌলিক শিক্ষার পাশাপাশি নানা কর্মমুখী শিক্ষা দিয়ে কাজ করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা সি.এম.ই.এস। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকাল ৪টায় স্থানীয় চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব গ্রামে সিএমইএস আয়োজনে বাল্যবিবাহা মুক্ত গ্রাম ঘোষনার অনুষ্ঠানে চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম.এ.হকের সভাপতিত্বে ও অর্গানাইজার জেন্ডার মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খালেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, ভিত্রিখেল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নান, ইউনিট অর্গানাইজার লিটন মল্লিক, সি.এম.ই.এস জেন্ডার ইউপি সদস্য রাহেল আহমদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি