জগন্নাথপুরে লন্ডনের স্পীকার আব্দুল মুকিত এমবিইকে সংবর্ধনা আলোকিত সমাজ গড়তে শিক্ষিত লোকের প্রয়োজন

56

jagannathpur pic 28-12-2014লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতি সন্তান আব্দুল মুকিত এমবিইকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ উপলক্ষের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সভাপতি তাহের কামালী, জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুশ শহীদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি। প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ আলোকিত সমাজ গড়তে শিক্ষিত লোকের প্রয়োজন উল্লেখ করে বলেন দেশ ও জাতির উন্নয়নের উপায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। তিনি বলেন বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে উৎপাদন ও কল্যাণ মুখী করে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সংবর্ধিত অতিথির বক্তব্যে স্পীকার আব্দুল মুকিত এমবিই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ দেশের সর্বোপরি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থায় ঠিকে থাকার জন্য মেধাবী শিক্ষার্থী প্রয়োজন, এ জন্য অভিভাবক শিক্ষকসহ সমাজের সকলকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে তাকে জগন্নাথপুর বাসীর দেয়া নাগরিক সংবর্ধনায় অভিনন্দন জানান। উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক আব্দুল হাই। জগন্নাথপুর বাসীর পক্ষে জননেতা সিদ্দিক আহমদ সংবর্ধিত অতিথি স্পীকার আব্দুল মুকিত এমবিইর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আবুল কালাম ছুরত মেম্বারের সভাপতিত্বে ওএমস এমসির সভাপতি সাবেক প্রধান শিক্ষক জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হাই এর প্রাণঞ্জল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শংকর রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রবীণ মুরব্বী বিরেন্দ্র কুমার দে, বিশিষ্ট সমাজসেবী দিলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়না, উপজেলা যুবলীগ নেতা ও হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি শশীকান্ত গোপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ফিরোজ আলী, অভিভাবক হাবিবুর রহমান হাবিল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী নজব আলী, মুসলিম উল্লা, বিদ্যালয়ের ভূমিদাতা আব্দুল মন্নান লীলা, মুরব্বী ছুরাব আলী, হাজি সুন্দর আলী মেম্বার, সাবেক পৌর কাউন্সিলর ও বিদ্যালয়ের কল্যাণ সমিতির সভাপতি আবু সুফিয়ান ঝুনু, বিদ্যালয়ের সাবেক সভাপতি মিরজান আলী, আব্দুল হামিদ, আছদ্দর আলী, আকামত আলী, ভুমিদাতা ইছবর উল্ল্যা, এসএমসির ভূমিদাতা সদস্য আবু মিয়া, বিদ্যালয়ের ভূমি দাতা লালা মিয়া, বিদ্যালয়ের ভূমি দাতা শফিক মিয়া, এসএমসির সদস্য মুজিবুর রহমান, আবু তাহের, মহিলা সদস্যা আফিয়া বেগম, জেসমিন বেগম, শিরিয়া বেগম,  পৌর আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগ নেতা ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মাহতাবুল হাসান সমুজ, উপজেলা যুবলীগ নেতা ফজরুল ইসলাম, মাসুম আহমদ, আব্দুল মনাফ, এমদাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাফরোজ ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়া, সিলেট ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী রানী নাথ, সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম, রাশেদা বেগম, কমিউনিটি পিযুষ কান্তি পাল, রোমেনা বেগম, জগন্নাথপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইকবাল হোসাইন, আবেদ হাসান প্রমুখ। পরে বড় দীঘিরপার এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়নার পুত্র উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র রাবেল আহমদের হাতে মেধাবৃত্তির সনদ তুলে দেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিজ্ঞপ্তি