কেমুসাসে হামলার ঘটনায় সিলেট প্রেসক্লাবের উদ্বেগ

23

গত রোববার দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) নির্বাচন চলাকালে হামলা-ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট প্রেসক্লাব। এক যুক্ত বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সিলেটের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে কেমুসাস স্বমহিমায় ভাস্বর। মহান ভাষা আন্দোলনেও প্রতিষ্ঠানটির ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা। প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে সিলেটের বিদগ্ধজনের। দল মত নির্বিশেষে সকল মহলেই গ্রহণযোগ্যতার কারণে ৭৮ বছরের পুরনো এ সংসদ ইতোমধ্যে সার্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ধরণের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইর ঘটনা যারপরনাই আমাদেরকে ভাবিয়ে তুলে। তাঁরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এর সাথে জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি