ছাতকে মরহুম মাওলানা আব্দুল আজিজ স্মৃতি পাঠাগারের উদ্বেধন

19

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মরহুম মাওলানা আব্দুল আজিজ স্মরণে স্মৃতি পাঠাগার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে মরহুমের রাধানগর গ্রামের বাড়িতে উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন কাঁচা মিয়া। তুহিন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান রাধানগরী, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, জামেয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা মখছুছুর রহমান, জাহিদপুর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুখতার আহমদ রাধানগরী, জাউয়া আল মুনির জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আকবর আলী, বিশিষ্ট মুরব্বি আহমদ আলী, আরশ আলী, জমশিদ আলী, আব্দুল মুকিত বকুল, গৌছ উদ্দিন, রমজান আলী, মারুফ আহমদ, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আবদুস ছোবহান, আবদুল মতিন, নুর ইসলাম, চেরাগ আলী, আবদুল হাশিম, গৌছ উদ্দিন, মজম্মিল আলী, হুসাইনুজ্জামান লিটন, মাস্টার আব্দুল বাছিত, মর্তুজ আলী, দিদার মিয়া, মাওলানা রেদ্বওয়ান হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, কামরান হোসাইন, আব্দুর রহমান, আব্দুল মমিন, শাহিন মিয়া, জাহির খান, বদরুল ইসলাম, মাসুক মিয়া, ইসলাম উদ্দিন, আব্দল মছব্বির, কামাল আহমদ, ফজর আলী, দিলোয়ার হোসাইন প্রমুখ। পরে মরহুমের স্মৃতি স্মরণে তার নিজ বাড়িতে পাঠাগার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন, মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।