সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনের প্রত্যাশা ॥ ‘ইত্তেফাক বেঁচে থাকুক কাল থেকে কালান্তরে’

36

Sylhet-Pic-24-12-2014-(62 aniversary)দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার সিলেটে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। নগরীর করিমউল্লাহ মার্কেটে ইত্তেফাক সিলেট অফিস আয়োজিত অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, পেশাজীবী, গণমাধ্যম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা ১২টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচনা হয়। পরে দিনভর সুধীজনরা অফিসে এসে ও অনেকে ফোনে ইত্তেফাককে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইত্তেফাক এদেশের একটি জীবন্ত ইতিহাস। ইত্তেফাক নিজের ঐতিহ্য সমুন্নত রেখে গণমানুষের আকাক্সক্ষা পূরণে আজও অবিচল। সত্য ও বস্তুনিষ্ঠতার জন্য ইত্তেফাক দেশের সকল মহলের কাছে সমাদৃত। ইত্তেফাক জাতির পথ নির্দেশকের দায়িত্ব পালন করে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, ইত্তেফাক বেঁচে থাকুক কাল থেকে কালান্তরে।
ইত্তেফাক সিলেট অফিসের ব্যুরো চীফ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ সাকের, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ রহমত উল্লাহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইফতেখার আহমদ লিমন, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম মিন্টু, সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ব্লাষ্ট এর সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ, করিম উল্লাহ মার্কেটের ম্যানেজার জামাল আহমদ, ব্যবসায়ী সমিতির সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ পাবেল, সহ-সভাপতি জাকারিয়া আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, জাগপার সিলেট সভাপতি মকসুদ আহমদ, সাংবাদিক নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিম, ইকবাল সিদ্দিকী, আল আজাদ, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, তাপস দাস পুরকায়স্থ, সৈয়দ সুজাত আলী, আব্দুল কাদের তাপাদার, ইকরামুল কবির ইকু, সংগ্রাম সিংহ, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ রেনু, অপূর্ব শর্ম্মা, মতিউল বারী চৌধুরী, মুহিবুর রহমান, ছামির মাহমুদ, তামিম মজিদ, শাব্বীর আহমদ ফয়েজ, এএইচ আরিফ, এএফএম ফয়েজ, তজম্মুল আলী রাজু, শিপন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সংবাদপত্র পরিবেশক সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, সিকন্দর আলী, অরুন কুমার পাল, নাট্যকর্মী আব্দুর রব তাপাদার প্রমুখ। বিজ্ঞপ্তি