ছাদিকুর রহমান
ইট পাথরের শহরে আত্মার খোরাক নেই
আছে শুধু মিথ্যার প্রলেপ
আলোর ঝলঝলানি উজ্জ্বল সড়ক বাতি
প্রতিনিয়ত মারছে নিটোল ভালাবাসায় লাথি
মাংসের ঘ্রাণে হায়নারা যেমন ছুটে আসে
তেমন করে হায়নার দল উৎ পেতে আছে পাশে
প্রতি ক্ষণে ক্ষণে হয় অন্তর আত্মার বিচ্ছেদ
এটা যেন হয়ে গেছে জীবনের অংশ অনুচ্ছেদ
ভদ্রতার চাদরে ঢাকা থাকে হিংস্র অগ্নি মূর্তি
পান থেকে চুন কষলেই বুঝা যায় আসল কৃীর্তি
হাসির ভাজে লুকিয়ে থাকে স্বার্থের খেলা
পসরা সাজিয়ে বসে জীবনের অদ্ভুত মেলা