জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রীক আয়োজিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্ধুদ্বকরণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, পাঠাভ্যাস উন্নয়নের লক্ষ্যে বইপড়া ও জ্ঞানচর্চার কোন বিকল্প নেই, শিক্ষকদের গুণগত মান উন্নয়নের একমাত্র কাজ বেশী বেশী করে স্কুলের পাঠ্যবই চর্চার পাশাপাশি বিভিন্ন লেখকদের লেখা সাহিত্য অধ্যয়ন করা। বই মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার ভান্ডার। পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়, তাই শিক্ষার্থীদের সাহিত্য উপন্যাসের বই পাঠদানে উৎসাহিত করতে শিক্ষকদের সহযোগিতা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা উন্নত জীবন ও ছাত্র- ছাত্রীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষকদের ভূমিকা অবিরণীয় শিক্ষকরাই পারে আমাদের দেশের শিক্ষা জীবন থেকে ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আনতে।
গতকাল বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের আযোজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলয়নাতনে দিনব্যাপি কর্মমালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক ডঃ রফিক আল মামুন, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো- অডিনেটর মোঃ নাজমুল ইসলাম।