জগন্নাথপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ॥ সুস্থ সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

25

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে স্থানীয় ফ্রেন্ডসক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার ক্লাবের সদস্য সোহাগ রহমানের ইতালী যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা ও স্মারক মোড়ক  উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম রাহুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক মাওলানা নিজাম উদ্দিন জালালী, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত রায়, ইউপি সদস্য মুক্তার মিয়া, হাজী আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী মাহমদ মিয়া, সংবর্ধিত অতিথি সোহাগ রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, সদস্য গোলাম সারোয়ার, যুবলীগ নেতা সালেহ হক, ফ্রেন্ডসক্লাবের সাবেক সহ-সভাপতি জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, ক্রীড়া সম্পাদক সৈয়দ মহসিন আহমদ, সদস্য কাওছার আহমদ, মিঠুন রায়, দাতা সদস্য সাহেল আহমদ প্রমুখ। সভায় ‘স্মারক ২০১৪’ নামের প্রকাশিত ক্লাবের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সভায় বক্তারা বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এর আগে যুবকরা নিজে সুস্থ হয়ে বিপথগামী অন্য যুবকদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে। তা হলেই সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব হবে। কারণ যুব সমাজই হচ্ছে আগামী দিনের চালিকাশক্তি। বক্তারা আরো বলেন, উচ্চ শিক্ষিত, সৎ ও নিষ্ঠাবান যুবকদের নিয়ে গঠিত হয়েছে ফ্রেন্ডসক্লাব। এ ক্লাবটি রাণীগঞ্জ অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে অনেক অবদান রেখে চলেছে। অত্র অঞ্চলের আদর্শ যুব সমাজের মাইলফলক হচ্ছে ফ্রেন্ডসক্লাব। তাই এ ক্লাবের প্রতি অত্র অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা আরো বেড়ে গেছে। সকলের আরো সহযোগিতা পেলে ক্লাবের সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড আরো এগিয়ে যাবে।