জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেশের সার্বিক উন্নয়নে সকলকে আত্মনিবেদিত হতে হবে।
তিনি গতকাল ২১ ডিসেম্বর রবিবার সকালে নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলে এডভান্সমেন্ট এন্ড প্রোমোটিং উইমেন্স রাইটস প্রজেক্ট এর আওতায় সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ‘মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ ফর সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ’ এর তিন দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, ইউএনএফপিএ সিলেটের জেন্ডার অফিসার মোঃ রবিউল ইসলাম।
মহিলা সহায়তা কর্মসূচী প্রকল্পের সহকারী পরিচালক আল আমিন ভূঁইয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মোঃ শাহ আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম। বিজ্ঞপ্তি