বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যারিসমেটিক লিডার ছিলেন। তিনি দেশের মানুষকে ভালবাসতেন। ইউএনও বলেন, বঙ্গবন্ধু গণমানুষের হৃদয়ের কথা বুকে ধারণ করে রাজনীতি করতেন ও সিদ্ধান্ত দিতেন। যার ফলশ্র“তিতে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রধান অতিথি শহিদুল চৌধুরী দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
গত শনিবার রাতে বিয়ানীবাজারের পীরেরচক বাজার সংলগ্ন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক ছাদেক আহমদ আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জুবের আহমদ পিপিএম, বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মামুন রশীদ, সংবর্ধিত অতিথি ছিলেন ইতালি প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা এনাম উদ্দিন, ফ্রান্স প্রবাসী কৃতি ফুটবলার সাহেদ আহমদ শাওন।
এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সংযুক্ত আরব আমিরাতের আজমান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক সন্ধিপদ ভট্টাচার্য্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ জিসান, আমিনুল হক, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ। বিজ্ঞপ্তি