নিজাম উদ্দিন, কানাইঘাট থেকে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি বলেছেন দারিদ্র্যতাকে জয় করে ১৬ কোটি মানুষের এদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা ও সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি, বিদ্যুতায়ন অর্থনৈতিক উন্নয়ন সহ দেশের সকল সেক্টরে আজ উন্নয়নের নব দিগন্ত সূচনা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য মায়েরদেশ এবং ৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গত ৬ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জেএসসি, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা যথা সময়ে সম্পন্ন করে ফল প্রকাশের মাধ্যমে কোটি কোটি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার মধ্য দিয়ে তাদের আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার সকাল ১১টায় কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক ছাত্র সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, গ্রামাঞ্চলে শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, মাল্টিমিডিয়ার ক্লাস চালু, কম্পিউটার ও শিক্ষা উপকরণ বিতরণ, উপবৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যার ফলে গ্রামাঞ্চলের শতভাগ শিক্ষার্থীরা আজ স্কুলে যাচ্ছেন। কারিগরি শিক্ষায় আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তিত করার জন্য পর্যাক্রমে দেশের প্রতিটি উপজেলায় কারিগরী শিক্ষার উপর গুরুত্ব দেয়া হবে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন। তিনি আরো বলেন, দেশ জুড়ে ২০ দলীয় জোটের জ্বালাও পুড়াও ধ্বংসাত্ম মূলক কর্মকান্ড সত্ত্বেও এ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৩৩ কোটি পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা কার্যক্রম সারাবিশ্বে আজ প্রশংসিত হচ্ছে। কিন্তু এসএসসি সমমনা পরীক্ষা চলার সময় আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিপন্ন করার জন্য বিএনপি ও জামায়াত পরীক্ষার দিনে হরতাল দিচ্ছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। এ অপরাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে রুকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দুর্গাপুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মামুনুর রশিদ ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছাত্রনেতা জাহেদুল ইসলাম রুবেলের যৌথ পরিচালনায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আমিনুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, ডঃ দিলারা বেগম, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান মানিক, কানাইঘাট পৌর সভার মেয়র লুৎফুর রহমান, জেলা আ’লীগ নেতা এড. ইশতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, এড. মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, স্কুলের প্রাক্তন ছাত্র এড. আব্দুর রহিম, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্গাপুর স্কুল এন্ড কলেজে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ সহ পরীক্ষা কেন্দ্র স্থাপনের আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি স্কুলের একতলা একটি একাডেমিক ভবনে দু’তলা সরকারী অর্থায়নে নির্মাণের শুভ ভিত্তিপ্রস্তর করেন।