জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে এড. মিসবাহ সিরাজ ॥ খালেদা জিয়া চরম বেয়াদব একজন নষ্ট মহিলা

51

potoমোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তারেক রহমানের কঠোর সমালোচনা করে বলেছেন, খালেদা জিয়া চরম বেয়াদব একজন নষ্ট মহিলা। তার কু-পুত্রের লাগামহীন মন্তব্য আমাদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি তৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। সেই সাথে আগামী ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দেশে বিএনপি-জামায়াত জোট ৭১ এর মতো ধ্বংসলীলা চালাচ্ছে। এসব অপকর্মের মোকাবেলা করতে হলে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের শুন্যতা আওয়ামীলীগের রাজনীতিতে পূরণ হবার নয়। তবে তার ছেলে আজিজুস সামাদ ডন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে গ্র“পিংয়ের সৃষ্টি হয়েছে। আমরা আওয়ামীলীগে কোন গ্র“পিং দেখতে চাই না। সবাইকে এটা বুঝতে হবে আওয়ামীলীগের প্রতীক হচ্ছে নৌকা। নৌকাই হচ্ছে এ দেশের মাটি ও মানুষের প্রতীক। আমরা জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাই। যারা দলের দুর্দিনে নেতৃত্ব দিয়েছেন এবং আগামীতে দিবেন। এ ক্ষেত্রে দলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামত প্রাধান্য পাবে। গতকাল রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, এডভোকেট আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ আবুল কাশেম, মাসুক ইবনে আনিস, আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম, এডভোকেট সৈয়দ শামীম আহমদ প্রমুখ। সমাবেশ শেষে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভক্ত পৃথক ৩টি প্যানেলের নেতাকর্মীরা তাদের কমিটি উপস্থাপন করেন। প্যানেলগুলো হচ্ছে, আকমল হোসেন ও রেজাউল করিম রিজু, শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়া ও মিন্টু রঞ্জন ধর এবং সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ ও সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান। সম্মেলনকে ঘিরে ৩টি প্যানেলের নেতাকর্মীসহ হাজারো উৎসুক জনতার সমাগম ঘটে। অবস্থা বেগতিক দেখে সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিথি নেতৃবৃন্দরা এখানে কমিটি ঘোষনা না করে আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করে হবে চলে যান। পরিস্থিতি মোকাবেলায় সম্মেলনকে ঘিরে দিন ব্যাপী অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।