শরৎকাল

9

রুস্তম আলী :

শরৎকাল গাছ থেকে
পড়ে পাকা তাল
মাক্কাল ধরে গাছে
টুকটুকে লাল।
খাল বিল ভরা জলে
আর নদীকূল,
ঝিরিঝিরি পবনে দোলে
শ্বেত কাশ ফুল।
সাদা কালো মেঘমালা
শূন্য ব্যোমে ভাসে,!
রাতের শিশির ভোরে
সোনালী রোদে হাসে।
মাঠভরা কলাই আর
কচি আউস ধান
হাস্নাহেনা শিউলি ফুলে
বাতাসে ছড়াই ঘ্রাণ।
ঝিলে ভাসে শাপলা শালুক
পদ্ম শ্বেত লাল
অপরুপ রুপে বাংলায়
আসে শরৎকাল।