জালালাবাদ রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের বিজয় দিবসের কর্মসূচী

27

জালালাবাদ রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১০ টায় কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতি, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বিকাল ৪টায় কার্যালয়ে আলোচনা সভা।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়িস্থ কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভা শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর আলী ভান্ডারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দুলাল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আমির মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ আমির উল্লাহ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক মশাহিদ ভান্ডারী, দপ্তর সম্পাদক ছাব্বির মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক মানিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক জহির মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সুবহান মোল্লা, লাইন সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক আল-আমিন, সহ সেক্রেটারী সালিম উল্লাহ, সহ-কোষাধ্যক্ষ মামুন মিয়া, সহ-প্রচার সম্পাদক জমসেদ আলী, সহ-দপ্তর সম্পাদক কাহার মিয়া প্রমুখ। কার্যনির্বাহী কমিটির সভায় দল, মত নির্বিশেষে এসকল কর্মসূচী বাস্তবায়নে সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি