দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মানিক মিয়ার ইন্তেকাল

41

দক্ষিণ সুরমা বাইপাস ব্যবসায়ী সমিতির সভাপতি, আরকুম শাহ মাজার কমিটির সভাপতি, পশ্চিম ধরাধরপুর শাহী ঈদগাহের মোতাওয়াল্লী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বড় ভাই বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ত্ব, স্থানীয় ধরাধরপুর গ্রামের বাসিন্দা মোঃ মানিক মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো (৬২) বছর। তিনি তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আছর পশ্চিম ধরাধরপুর শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা লোকমান আহমদ। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহকারী সেক্রেটারী ও জজকোর্টের এপিপি এডভোকেট নিজাম উদ্দিন, মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারী মাওলানা সুহেল আহমদ, উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান হাজী মখন মিয়া, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল বাছিত, জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা ২০ দলীয় জোটের আহবায়ক তাজরুল ইসলাম তাজুল, মোগলাবাজার থানা জামায়াতের আমীর চেয়ারম্যান মাওলানা সোলায়মান হোসেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতর আমীর আব্দুল কাইয়ুম, দক্ষিণ সুরমা থানা জামায়াতের সেক্রেটারী ও ২০ দলীয় জোটের সদস্য সচিব রেহান আহমদ হারিছ, ইউপি চেয়ারম্যান হাবীব হোসেন, চেয়ারম্যান খাইরুল আফিয়ান, চেয়ারম্যান আবুল কালাম, চেয়ারম্যান উসমান আলী, চেয়ারম্যান ইকবাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম, ইসমাইল হোসেন, যুবলীগ নেতা জামাল উদ্দিন, মোগলা বাজার জামায়াতের সেক্রেটারী সাব্বির আহমদ, সহকারী সেক্রেটারী নজমুল ইসলাম, বিএনপি নেতা মকবুল হোসেন, আরকুম শাহ মাজার কমিটির সহ সভাপতিকামাল উদ্দিন রাসেল, আব্দুস সালাম, কোষাধ্যক্ষ হাজী জয়নাল আহমদ, হারুনুর রশিদ, পূর্ব ধরাধরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী নুরুল ইসলাম ফুল মিয়া, দক্ষিণ সুরমা ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারী হাজী জুয়েল আহমদ, মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ।
এদিকে মরহুম মানিক মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা থানা জামায়াতে আমীর মাস্টার আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক রেহান আহমদ হারিছ। এক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করেন। অপর দিকে শোক প্রকাশ করেছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ শিল্পপতি হুমায়ুন আহমদ। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি