অচল পয়সা

6

সাগর আহমেদ

কত দিন হলো পাতিল দেখেনি উনুনের মুখ
ক্রমশ রুগ্ন হয়ে থুবড়ে পড়েছে সমস্ত শরীর
প্রায় সরিসৃপের মত শক্তিহীন মেরুদণ্ড,
যন্ত্রণার কষাঘাতে নুয়ে পড়েছে যত্রতত্র।
স্বপ্নের আষ্টেপৃষ্টে মায়াবী আতঙ্কের ছাপ
বিমল কোলাহল জুড়ে বিদীর্ণ ম্লান মুখ।

মত্ত চোখে দেখেছি জোৎস্নার নগ্ন নৃত্য
ক্ষুধার ওজন কাঁধে তুলে নৈঃশব্দরে চাষ
তবুও হাতড়ে হাতড়ে সুখ খুঁজেছি ক্রমাগত।
দুচোখ জুড়ে ছিলো বেঁচে থাকার তীক্ষ্ম প্রয়াস
দারিদ্রতায় মাথা ঠুকে প্রতিনিয়ত মৃত্যুকে
ক্রয় করতে চেয়েছি জমানো খুচরা পয়সায়।
নিজেকে অচল পয়সা ভেবে গলা টিপে
হত্যা করেছি আমার প্রভাত ফেরির স্বচ্ছ বিবেক।