রসময় উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন

51

SONY DSCক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণে অসহযোগিতার প্রতিবাদে এবং শহীদ মিনার নির্মাণের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার বাস্তবায়ন আন্দোলন কমিটি। গতকাল বুধবার সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৫ নং অধিবেশনে সর্বসম্মতিতে গৃহিত প্রস্তাব অনুযায়ী শিক্ষানুরাগী সদস্যের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও শহীদ মিনার নির্মাণের জায়গা নির্ধারণ না করাসহ এ বিষয়ে সম্পূর্ণ অসহযোগিতা করেন প্রধান শিক্ষক। অবিলম্বে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে অপসারণ করে শহীদ মিনার নির্মাণের দাবি জানান বক্তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শহীদ মিনার নির্মাণ বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক বিপ্লব পুরকায়স্থ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অপূর্ব দাস’র পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল চৌধুরী, আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক মুন্না আহমেদ, রিপন রায়, সাহাব উদ্দিন, সুমন দত্ত, তপু বিশ্বাস, ঝর্ণা রায়, আন্দোলন কমিটির সদস্য শ্যামল সিং, রুমেল আহমদ, শাকিল আহমদ, তাপস দাস, তুষার হাওলাদার, সিতা দাস, কল্পনা দাস, মেরাজুল ইসলাম, বিজয় বিশ্বাস, অভিজিৎ দাস, জোনাক চৌধুরী, রুবেল দাস, অরুণ দাস, মনজ দাস, শিলা দেব, ঝলক দাস, সাগর দাস প্রমুখ। বিজ্ঞপ্তি