মানববন্ধন ও সমাবেশে বক্তারা ॥ দক্ষিণ সুরমায় কলেজছাত্রীদের উত্যক্তকারীদের ৭ দিনে মধ্যে গ্রেফতার দাবি

32

SONY DSCদক্ষিণ সুরমায় কলেজছাত্রী তিন বোনকে উত্যক্তকারীদের ৭ দিনে মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্র-ছাত্রীসহ সিলেটের বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা ২টায় ইভটিজিং এর প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ইভটিজিং এর ঘটনায় মামলা দায়েরের ২০ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলার আসামী বখাটেদের গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক ছত্র ছায়ার কারণে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে ভিকটিম পরিবারকে হুমকি দিচ্ছে। নেতৃবৃন্দ বলেন, নির্যাতন কারী বখাটেদের বয়কট করে বুঝিয়ে দিতে হবে সভ্য সমাজে নারী নির্যাতন কারীর কোন স্থান নেই।
প্রসঙ্গত, দক্ষিণ সুরমার পিরিজপুরে কলেজ ছাত্রী তিন বোনকে এলাকার বখাটেরা কলেজে যেতে আসতে রাস্তায় বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছে। এ ঘটনাদক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হলে তৎকালিন ওসি মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং যৌন নিপীড়ন অপরাধে মামলা এফআইআর করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির যুগ্ম সচিব ও সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান তাফাদার, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট ডা. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, হিউম্যান রাইটস কংগ্রেস ফর মাইনোরিটিস (এইচআরসিবিএম) জেলা শাখার জেনারেল সেক্রেটারী রাকেশ রায়, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের উপ-পরিচালক (প্রশাসন) কাউন্সিলর শামীমা স্বাধীন, জেলা উলামালীগের সভাপতি ক্বারী শেখ মো. আল আমীন, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ইসলাম আলী, মানবাধিকার সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক সপ্না আক্তার। উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ সিলেটের আহবায়ক মনিন্দ্র রঞ্জন দেব, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সমন্বয়ককারী রেহেনা ফারুক শিরীন, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির জেলা শাখার সহ-সভাপতি ডা. বাপ্পি চৌধুরী, মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক সোহেল আহমদ, এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো. মোয়াইমিন চৌধুরী (বাপ্পি), বিভাগ জনসার্থ সংরক্ষণ মহানগর কমিটির সভাপতি মো. আলাউদ্দিন সওদাগর, সিলেট কল্যাণ সংস্থার বিপ্র দাস বিষু বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মো. বাবর হোসেন, জিল্লুল হক জুয়েল, বাহারুল ইসলাম, শ্রমিক নেতা রফিক মিয়া, শাহাজান লস্কর, সাপ্তাহিক হলি সিলেটের নির্বাহী সম্পাদক জহুরুল ইলাম, মানবাধিকার নেত্রী ফাতেমা বেগম,সীমা বেগম, সোনিয়া আক্তার, সিলেট কল্যাণ সংস্থার আবু সাদাত সায়েম, রফিকুল ইসলাম সিতাব, রুবেল আহমদ। ছাত্র- ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র আব্দুল বাসিত, লিডিং ইউনিভার্সিটির ১ম বর্ষের ছাত্র ফেরদৌস আহমদ, সুলতান আহমদ, মিজানুল হক এনাম, মসিউ হোসেন, সিলেট ল কলেজের ফাইনাল বর্ষের ছাত্র আনোয়ার হোসেন সুজন, সরকারী মহিলা ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্রী জুনিয়া আক্তার ঝুমা, সাজেমা আক্তার, সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্রী  আমেনা বেগম, রুনা বেগম, জলি আক্তার, সুমি বেগম, হেপি আক্তার, আবুল কাশেম রুবেল, রিফাত হাসান, এমসি কলেজের ২য় বর্ষের ছাত্র বায়েজিত চৌধুরী, হেলাল আহমদ, ফয়ছল আহমদ, জয়ন্ত ঘোষ, সাইদ আহমদ, সালেহ আহমদ, কমার্স কলেজের ৩য় বর্ষের ছাত্র সুহান নেওয়াজ, মোদন মোহন কলেজের ৩য় বর্ষের ছাত্র আলীম হোসেন টিপু, ২য় বর্ষের ছাত্র আব্দুল শাকিল, শাহ খুররুম ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র আলামীন। বিজ্ঞপ্তি