বঙ্গবীর ওসমানী

7

জিয়াউর রহমান জিয়া :

সিলেটের কৃতি সন্তান
আতাউল গণি ওসমানী,
বঙ্গবীর উপাধি তাঁর
আমরা সবাই জানি।

ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট
করিয়া গঠন,
গেরিলা বাহিনী তিনি
দিলেন প্রশিক্ষণ।

তাঁর অধীনে গেরিলারা
করেছিলো রণ,
দেশকে শত্রু মুক্ত করা
ছিলো তাঁদের পণ।

মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক
ছিলেন বঙ্গবীর,
পাকবাহিনীর কাছে কভু
নত হয়নি শির।

সবাই মিলে যুদ্ধ করে
ছিনিয়ে আনলেন জয়,
হানাদাররা ওসমানীকে
পেতো অনেক ভয়।

তিনি ছিলেন বাংলাদেশের
প্রথম সেনাপ্রধান,
মুক্তি যুদ্ধে রয়েছে তাঁর
অশেষ অবদান।