হযরত শাহপরাণ (রহ.) মাজারের বার্ষিক ওরস উপলক্ষে আশেকান বাউল সংঘের ভক্তিমূলক গান অনুষ্ঠিত

105

হযরত শাহপরাণ (রহ.) বার্ষিক ওরস উপলক্ষে গত রবিবার হযরত শাহপরাণ (রহ.) মাজার প্রাঙ্গণে হযরত শাহপরাণ (রহ.)আশেকান বাউল সংঘ কর্তৃক আয়োজন করা হয় ভক্তি মূলক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত শাহপরাণ (রহ.)আশেকান বাউল সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, গীতিকার হাজী ফকির নুর হাসান শাহ, মোঃ কয়েছ আহমদ দুলাল, মোঃ জহিরুল ইসলাম জুরু, মোঃ হারুনুর রশদি, মোঃ ময়না মিয়া, মোঃ ফজলু মিয়া, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আমির আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আফতাব উদ্দিন। হযরত শাহপরাণ (রহ.)আশেকান বাউল সংঘের গীতিকার রঙ্গিলা সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহÑসভাপতি উত্তম বিশ^াস, সহÑসাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দল জব্বার, কোষাধক্ষ ডাঃ মোঃ রুবেল হাসান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাউল শিল্পী নুরুল ইসলাম প্রবাসী, পিংকি খান লতা, নিউ সুমি, এফ.এম. রুমেল, আছিয়া আক্তার পিংকি, শিশু শিল্পী শারমিন আক্তার শাম্মী, শিশু শিল্পী টিপন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, সিলেট সহ বাংলদেশের বিভিন্ন স্থানে এখনো বাউল শিল্পীরা অবহেলিত। বাউলরা তাদের কন্ঠে দেশ ও সমাজের কল্যাণে গান গেয়ে থাকলে ও তাদের সুযোগ সুবিধার জন্য সরকারী বা বেসরকারী ভাবে পর্যাপ্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবহেলিত বাউলদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। পুণ্যভূমি সিলেটে অনেক নামী দামী বাউল শিল্পী আছেন কিন্তু তাদের সঠিক ভাবে মূল্যায়ন করার হচ্ছে না। বক্তারা আহবান জানান বাউল শিল্পীদের মূল্যায়ন করার। সেই সাথে এই সংগঠনটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে সবাই কে সহযোগিতা করার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি