গত শনিবার ১১টায় “বাংলাদেশ ছাত্রলীগ” কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃত ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ কর্তৃক শিক্ষাঙ্গনে, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর সজীব ওয়াজেদ জয় ঘোষিত কর্মসূচী “ক্লিন” ক্যাম্পাস সেফ ক্যাম্পাস” নামক কর্মসূচীটি অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি ও কর্মসূচীর উদ্বোধন করেন এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার। কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া সম্পাদক এড. রনজিৎ সরকার। মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার মহানগর যুবলীগের সদস্য মিনার আহমদ, সাবেক ছাত্রনেতা সুবেদর রহমান মুন্না, সাবেক ছাত্রনেতা জাহেদুর রহমান চৌধুরী। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দেবাংশু দাশ মিঠু, মহানগর যুবলীগের সদস্য এম.এ হান্নান। জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. এ সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিরন মাহমুদ নিপু। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হাসান চৌধুরী সাজন, রুয়েদুর রহমান মনি, টিটু চৌধুরী, অনিরুদ্দ মজুমদার পলাশ, জাকারিয়া মাহমুদ, জ্যোতিময় দাশ সৌরভ, অনুপম তালুকদার, আবু তাহের শিপু, এম. এ আকাশ, সাদিকুর রহমান, সোলেমান হোসেন, জুবায়ের খান প্রমুখ। বিজ্ঞপ্তি