ত্যাগী, মেধাবী পরীক্ষিতদের মাধ্যমে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের নেতৃত্ব প্রদান করা হবে —————————-নুরুল আলম সিদ্দিকী

39

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার আওতাধীন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন গতকাল রবিবার ৩ টায় কলেজ ক্যাম্পাস সংলগ্ন অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের পরিচালনায় কর্মী সম্মেলন অনুুষ্ঠিত হয়। পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ শাখার সিনিয়র ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের সাংগঠনিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং আগামীর কমিটি গঠনে তৃণমূল কর্মীদের মতামত গ্রহন করে নেতৃবৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ বলেন সিলেট মহানগর ছাত্রদল কমিটি ঘোষনা হওয়ার পরেই আমরা দ্রুত ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইতোমধ্যে আমরা সকল ইউনিট কে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের মাধ্যমে সুসংগঠিত করার প্রথম ধাপে এই ইউনিট কে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রাম কে সামনে রেখে রাজপথে ছাত্রদলকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে আগামীতে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট শাখার  ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের যোগ্য ত্যাগী, মেধাবী পরিশ্রমী নেতৃত্বের মাধ্যমে খুব শীঘ্রই এই ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। এবং কমিটি ঘোষণার পর সকলকে সকল মত পাথ্যর্ক ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নেতৃত্বকে নিয়ে আগামীর আন্দোলন সংগ্রামে রাজ পথে ও ক্যাম্পাসে সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রামের প্রত্যয় নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, কয়ছর আহমদ, সাহেদ বক্ত, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, নজরুল ইসলাম, আছর খান, সায়েদ হোসেন সুজন, ফাহিম আহমদ চৌধুরী, সৈয়দ সারোওয়ার রেজা, অলি চৌধুরী, জাকির হোসেন, সাইফ উদ্দিন মুন্না, রাহেল আহমদ, জাহেদ আহমদ, পলিটেকনিক ইন্সটিটিউট শাখার নাজমুল হাসান নিপু, ইমরান আহমদ তষার, বায়েজিদ খান বাধন, জুনায়েদ আহমদ। বিজ্ঞপ্তি