লিটন রায় :
প্রণয় চুমি
মাতৃভূমি
সকল দেশের সেরা
আমার অন্তর
তার তেপান্তর
সবুজ বাংলা ঘেরা।
মানুষ সকল
কালা-ধবল
মিলেমিশে থাকে
এক মমতার
সব সমতার
ছবি তারা আঁকে।
ফুলের বুকে
ভ্রমর শুঁকে
মধুর আস্বাদন
জলে কমল
পূর্ণ অমল
দেখলে ভরে মন।
আহা মরি
কী যে করি
দেখে রূপের রেশ
তোমায় দেখি
তোমায় লেখি
সোনার বাংলাদেশ।
সবুজ আঁচল
মাটির কাজল
রক্তলালে ভাসি
কৃষক কৃষাণ
সবুজ নিশান
তোমায় ভালোবাসি।