নীড়

38

আইরিন আসাদ

নীড় হারা মানুষ টা যে
নীড়ের টান বুঝলো না।

কাওকে ভালোবাসলো ও না
কারো ভালোবাসাটাও বুঝলো না।

কারো নীড়ে সে ঢুকবে না,
কাউকে তার নীড়ে প্রবশ করতেও দিবে না।

কাওকে কোন ঝামেলায় ফেলবে না
কারো ঝামেলায় সে জড়াবেও না।

বলা যেতে পারে এক কথায়
হুমায়ন আহমেদ এর ডিজিটাল হিমু।

হিমুর মতো হলদে পাঞ্জাবী পাজামা পরেনা
করে না ফ্যাশণ পড়ে সাদামাটা প্যান্ট সার্ট ।

দিনে লাগে তিন চার পেকেট সিগারেট
চা আর কফির হিসাব রাখে কে তার।

হিমুর মতো থাকেনা তো সে একা পড়ে
হর হামেসাই পড়ে থাকে বন্ধুদের আডডার মাঝে।

সব মেয়েকেই আকর্ষণ করে তার ব্যবহারে
পড়ে না সে তো সেসব মেয়েদের বেড়াজালে।

উড়নচন্ডীর মত ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়
জড়াবে না তবুও কোন নীড়ের মায়ে ছায়া তলে ।