মানববন্ধনে বক্তারা ॥ নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে

39

RAKESH copy‘নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে আইনের সটিক প্রয়োগও প্রয়োজন।’ সিলেটের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সিলেটের বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনে মোর্চা সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ কথা বলেন।
গত রবিবার সকালে সিলেটে কোর্ট পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) সিলেট জেলা শাখার জেনারেল সেক্রেটারী ও সামাজিক আন্দোলনের সংগঠক রাকেশ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি সজল দাশ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বিভাগীয় শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিভাগীয় প্রেসিডেন্ট মো. রকিব আল মাহমুদ, উপ-পরিচালক লাকি আক্তার নুপুর, হিউম্যান রাইটস রিভিউ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা বদিউজ্জামান, হিন্দু মহাজোট নেতা মনিন্দ্র রঞ্জন দে, যুব মহাজোট নেতা সুমন রঞ্জন দাস ও আদিবাসি নেতা রঞ্জিত কুমার সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি