বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা ॥ জনসচেতনতাই পারে ভয়াবহ এইডস প্রতিরোধ করতে

62

Civil Sarjon Pic -1.12.14-2“এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর’ বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা এইচআইভি/এইডস প্রতিরোধ সমন্বয় কমিটি সিলেটের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষে হয়। সিভিল সার্জন হল রুমে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডা: মো: আজহারুল ইসলাম বলেন, একমাত্র জনসচেতনতাই পারে ভয়াবহ এইডস প্রতিরোধ করতে। আমাদের দেশে এইডস’র বিস্তার ভয়ংকর না হলেও প্রতিবেশী দেশগুলোতে বিস্তারে হার অনেক বেশি। প্রতিবেশী দেশ হতে যাতে এইডস আমাদের দেশে ছড়াতে না পারে তার জন্য আত্মনিয়ন্ত্রণ ও সংযম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তিনি বলেন যে মহৎ উদ্দেশ্য নিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওগুলো কাজ করছে তা সফল করতে ন্যায় ও সৎ পথে থেকে এগিয়ে যেতে হবে এবং এইডসকে পরাজিত করতে হবে।Civil Sarjon Pic -1.12.14-1
সিভিল সার্জন অফিসের ডা: আহমদ সিরাজুম মুনীরের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.সি.এস ডা: এস এম ফরিদুল ইসলাম লতিফি, সি.ডি.সি কনসালটেন্ট ডা: শাহ আলম, মেডিকেল অফিসার ডা: নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, মেডিকেল অফিসার ডা: নবজ্যোতি দেব, মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক। র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সিলেটে বিভিন্ন জিও-এনজিও সমূহের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি