শিপন আহমদ ওসমানীনগর থেকে :
ওসমানীনগরে এ পর্যন্ত করোনায় মোট ৩৩ জন আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে মারা গেছেন ২ জন। সর্বশেষ মঙ্গলবার একই পরিবারের ভাই ও দুই বোনসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের পিসিআর ল্যাব থেকে এই চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা হলেন, উপজেলার সাদিপুর ইউপির রহমত পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হলিমপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬)। তাঁর বড় দুই বোন আমিনা বেগম (৬৪), নেহার বেগম (৬০) ও একই উপজেলার বুরুঙ্গা ইউপির আনোয়ারপুর গ্রামের মো. আলী নছির (৩২)। তিনি বর্তমানে গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা এলাকার বাসিন্দা। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী। ওসমানীনগরে এ পর্যন্ত ২৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২৩ জনের, অপেক্ষামান রিপোর্ট বাকী রয়েছে ৩১টি মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন এর মধ্যে মারা গেছেন ২জন, সুস্থ হয়েছেন ১৬ জন এবং আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৫জন।
এদিকে, ওসমানীনগর উপজেলার করোনার ডেঞ্জার জোন গোয়ালাবাজারসহ প্রায় প্রতিটি ইউনিয়নে করোনা আক্রান্তের খবর মিলছে। সিলেটের বিভিন্ন উপজেলায়ও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হচ্ছে গোয়ালাবাজারে প্রতিদিনই কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। পার্শ্ববর্তী শেরপুর ও বালাগঞ্জ-জগন্নাথপুর উপজেলার হাজারো মানুষ আসেন গোয়ালাবাজারে কেনাকাটা করতে। করোনা সময়কালেও গোয়ালাবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। গোয়ালাবাজারে কাপড়, জুতা, টেইলার্স, কসমেটিকসসহ সকল পণ্যের দোকানপাটে ক্রেতাদের উপচেপড়া ভিড়। প্রতিদিন বাজারে আসছেন ওসমানীনগরসহ পার্শ্ববর্তী শেরপুর ও বালাগঞ্জ-জগন্নাথপুর উপজেলার মানুষজন। বাজারে সামাজিক দূরত্ববিধি মানছে না কেউ। অকারণে ঘোরাঘুরি তো আছেই। এতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্বাস্থ্যকর্মীরা। শপিং মার্কেট কাপড়, জুতা, টেইলার্স, কসমেটিকসসহ সকল পণ্যের দোকানপাট খোলা রাখায় গোয়ালাবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে শংকা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজারে লোকসমাগম কমানো না গেলে করোনার ডেঞ্জার জোন হতে পারে উপজেলার এই বাজারটি। কিন্তু প্রশাসনিক কোন উদ্যোগ চোখে পড়ছে না। ফলে ওসমানীনগরে যখন তখন করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।