তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘খেলাধুলা হচ্ছে এমন একটি ব্যাপার। এর মাধ্যমে বাচ্চারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুবিধা পায়। আর মানবাধিকারের মূল কথাও হচ্ছে সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। খেলাধূলার মাধ্যমেই তা অনুশীলন করা যায়। শিশুরা যত খেলাধূলার মধ্যে থাকব তত জানতে পারব কিভাবে প্রত্যেকের সমতাকে সম্মান করতে হয়। তা করতে পারলেই আমরা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারব, মানবাধিকার ভিত্তিক সমাজ তৈরি করতে পারব।’
বৃহস্পতিবার নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে রয়েল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ) ও ইউরো কিডস্ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে ১ম পর্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রাইজ স্কুলের প্রিন্সিপাল মি. মার্ক এডওয়াডের সভাপতিত্বে এবং ইউরো কিডস স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরীর সার্বিক পরিচালনায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, ইউরো কিডস এর এসিসটেন্ট সেন্টার হেড সাবরিনা আক্তার, রাইজের প্রাইমারী হেড জিনাত মোস্তফা, রাইজের সেকেন্ডারি হেড শফিকুল ইসলাম পাটোয়ারী, রাইজের হেড অব সাইন্স মো. আব্দুল আল মাসউদ। অনুষ্ঠানে বোর্ডের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষীকা অভিভাকগণও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি