সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

52

সভাপতি দিলোয়ার, সেক্রেটারি শফিকুর, কোষাধ্যক্ষ শামছুর রহমান
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দীর্ঘ ৬ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাহেবের বাজার দাখিল মাদরাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৩ পদে লড়েন ২১ প্রার্থী। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৭৬ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ভোটার ভোট প্রয়োগ করে বাকি ১২ প্রার্থীকে নির্বাচিত করেন।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন দিলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরব আলী (ছাতা) প্রতীক নিয়ে পান ৫৯ ভোট। সহ-সভাপতি পদে মুহিবুর রহমান কাজল (ফ্যান) প্রতীক নিয়ে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া (টিউবওয়েল), নিয়ে পান ৫৪ ভোট।
সেক্রেটারি পদে মোঃ শফিকুর রহমান (চশমা) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ জালাল আহমদ (ফুটবল) প্রতীক নিয়ে পান ৮৩ ভোট।
সহ-সেক্রেটারি পদে আলাল উদ্দীন (প্রজাপতি) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ ওয়াহিদ (তালগাছ) নিয়ে পান ৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে মাওঃ শামছুর রহমান (আম) প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেহান উদ্দীন (আনারস) প্রতীক নিয়ে পান ৭৫ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ মনাফ আলী (চাকা) প্রতীক নিয়ে পান ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম শুকুর (তালাচাবি) নিয়ে পান ৭৬ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে আঃ করিম (বাইসাইকেল), ১৩৫ ভোট পেয়ে ১ম, মনির উদ্দীন (মই), নিয়ে ১৩২ ভোট পেয়ে ২য়, আজমল আলী (গোলাপ ফুল) নিয়ে ১১৫ ভোট পেয়ে ৩য়, হারুন মিয়া (কবুতর) নিয়ে ১০২ ভোট পেয়ে ৪র্থ, হারুন অর রশিদ (কাপ পিরিছ) নিয়ে ৯৭ ভোট পেয়ে ৫ম, সমুজ আলী (চাঁদ) প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে ৬ষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- সাহেবের বাজার দাখিল মাদরাসার সুপার কবি জহীর মোহাম্মদ, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- মো. সেলিম উদ্দিন, মাহবুব আলম ও আবুল কাশেম। এছাড়া প্রিসাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- মো. আব্দুর রহমান। প্রিসাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- জুনেদ আহমদ ও হাফিজ আব্দুর রব।
নির্বাচন চলাকালিন কেন্দ্র পরিদর্শন করেন- সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক ইউপি সদস্য ইলিয়াছ আলী, মো. আব্দুল হেকিম, আলা উদ্দিন আলাই, হাজি বিলাল আহমদ. হান্নান আহমদ, জয়নাল আবেদীন, ডা.আকরাম উদ্দিন, সামছুল আবেদীন, এডভোকেট খুর্শেদ আলম, যুবনেতা ইকলাল আহমদ, সাইদুর রহমান, পারভেজ আহমদ, ফয়জুর রহমান প্রমুখ।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র স্টাফ রিপোর্টার মো. ওলিউর রহমান, সাংবাদিক ইদ্রিছ আলী, ইউপি সদস্য আনছার আলী, নজরুল ইসলাম দুলাল, দৈনিক জালালাবাদের বিমানবন্দর থানা প্রতিনিধি মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রায়হান আহমদ, সদস্য সচিব নজরুল ইসলা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, ইমান আলী ও আয়নাল আলী। বিজ্ঞপ্তি