গতকাল ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিএমটিসিটি প্রকল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ইউনিসেফ এর সহায়তায় সিওমেক হাসপাতালে বাস্তবায়িত ‘মা হতে শিশুর শরীরে এইচআইভি ও জন্মগত সিফিলিস প্রতিরোধ কার্যক্রম (পিএমটিসিটি)’র আয়োজনে কর্মসূচির শুরুতেই এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। সিওমেক হাসপাতালের পরিচালকের নেতৃত্বে র্যালীটি হাসপাতালের প্রশাসনিক ব্লক থেকে শুরু হয়ে কলেজ চত্বর ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে হাসপাতালের সেমিনার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিওমেক হাসপাতালের আওতাভুক্ত মডেল পরিবার পরিকল্পনা ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ খুরশিদা তাহমিন ও পিএমটিসিটি প্রকল্পের ব্যস্থাপক মোঃ মোতাহের হোসেন এর যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস ছবুর মিঞা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট এর সম্মানীত সভাপতি জনাব ডাঃ রোকন উদ্দীন আহমেদ। সভায় সিওমেক হাসপাতাল এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সভার শুরুতেই বিশ্ব এইডস দিবস ও এইডস সংক্রমণ প্রতিরোধে দাতা সংস্থা ইউনিসেফ এর সহায়তায় সিওমেক হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত চৎবাবহঃরড়হ ড়ভ গড়ঃযবৎ ঃড় ঈযরষফ ঞৎধহংসরংংরড়হ (চগঞঈঞ) ড়ভ ঐওঠ ধহফ পড়হমবহরঃধষ ঝুঢ়যরষরং প্রকল্প সহ ইউনিসেফ এর বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে সূচনা বক্তব্য প্রদান করেন ইউনিসেফ এর নিট্রেশন অফিসার ডাঃ গোলাম মহিউদ্দিন সাদী। সভায় এইচআইভি আক্রান্তদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসক ও সেবিকাগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।