বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার নগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীটিতে স্বত:স্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সিলেট মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কামান্ডের নেতৃবৃন্দ। র্যালী পরবর্তী আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তীর জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর পারভেজ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, এই বিজয়ের মাসে শপথ হোক মুক্তিযুদ্ধের চেতনার। ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার সুনিশ্চিত করতে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডর অধ্যাপক সিরাজুল ইসলাম, মো: আকরাম আলী, সাবেক জেলা কমান্ডর ও কেন্দ্রীয় নেতা মোঃ বাদশা মিয়া, সদর উপজেলা কমান্ডার মো: মন্তাজ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডর মো: কুটি মিয়া প্রমুখ। মাহান বিজয়ের মাস ডিসেম্বর বরণ উপলক্ষে র্যালীতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ছাড়াও জেলা প্রশাসন সহ সর্বস্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি