স্টাফ রিপোর্টার :
আলোচিত ধর্ষণকাণ্ডের পর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ ও কলেজটির ছাত্রাবাসে এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ছাত্রাবাসের প্রধান ফটকে কয়েকদিন থেকে প্রায় ২৪ ঘণ্টা দায়িত্বে রয়েছে পুলিশ। এছাড়াও কলেজের মূল ফটকের প্রহরীর কাছে থাকা রেজিস্ট্রারে স্বাক্ষর করে প্রবেশ করতে হয় ক্যাম্পাসে।
সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যারাতে এমসি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে প্রাইভেট কারের ভেতর গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের পরদিন থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকেই দায়িত্ব ও নিরাপত্তার বিষয়ে সচেতন মহলসহ জনসাধারণের সমালোচনার মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। এছাড়া ছাত্রাবাসে বহিরাগতদের প্রবেশ ও অনাকাক্সিক্ষত কর্মকাণ্ড ঠেকাতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। কয়েকটি দলে ভাগ হয়ে প্রায় ২৪ ঘণ্টা ছাত্রাবাসের প্রধান ফটকে পাহারা দেয় পুলিশ। পাশাপাশি অরক্ষিত ছাত্রাবাসের চারদিকে পুলিশ নিয়মিত টহল দেয় বলে জানা গেছে। এমনকি ছাত্রাবাসের প্রধান ফটকে তালা দেয়ার পর থেকে পাশের ছোট্ট গেট দিয়ে সংশ্লিষ্টরা যাওয়া-আসা করেন।
নিরাপত্তার বিষয়ে এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, দু:খজনক ওই ঘটনার পর থেকেই ছাত্রাবাসের প্রধান ফটকে নিয়মিত পাহারা ও মাঝে মাঝে ছাত্রাবাসের চারদিকে টহল দেয় পুলিশ। তিনি বলেন, ছাত্রাবাসে বহিরাগতদের প্রবেশ ও অনাকাঙ্খিত সকল কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।