কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ম্যারাথনে অংশ গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন চত্তরে জড়ো হন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, সাংবাদিক, সুধিজন সহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ। সকাল ৯টায় উৎসব মুখর স্বত:স্ফূর্ত পরিবেশে প্রশাসন চত্তর থেকে প্রায় ৩ হাজার লোকজনের অংশগ্রহণে ম্যারাথন শুরু হয় এবং সুরইঘাট সড়কের কান্দেবপুর মসজিদ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথন প্রশাসন চত্তরে এসে আবার শেষ হয়। ম্যারাথনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, সহকারি কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির মহিলা ভাই চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল হক, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ।