জগন্নাথপুরে ত্রিপাল বিক্রির ধুম

28

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ত্রিপাল বিক্রির ধুম পড়েছে। বৈশাখ মাস উপলক্ষে জমির ধান মাড়াইয়ের জন্য প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরী ত্রিপাল কেনার জন্য কৃষকদের মধ্যে রীতিমতো প্রগিযোগিতা চলছে। যদিও এবার জগন্নাথপুরে বোরো ধান ভাল হয়নি। ব্লাস্ট রোগ ও শিলা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতি বারের মতো এবারো কৃষকরা আগাম ফসল ব্রি-২৮ জাতের ধান বেশি রোপন করেছিলেন। প্রতি কেদারে ১৫ থেকে ২০ মণ ধান পাওয়ার কথা থাকলেও পাচ্ছেন ৪ থেকে ৫ মণ। যে কারণে কৃষকদের মনে কোন আনন্দ নেই।